রূপগঞ্জে শায়িত হলেন ‘রঙ্গিন রূপবান’ এর নায়ক সাত্তার

Actor Sattar
‘রঙ্গিন রূপবান’ এর নায়ক সাত্তার। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পারিবারিক কবরস্থানে চির শয়ানে শায়িত হলেন ‘রঙ্গিন রূপবান’ এর নায়ক সাত্তার।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক যায়েদ খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘আজ সকাল ১০টায় নায়ক সাত্তারের দাফন সম্পন্ন হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার সময় এই চিত্রনায়কের মৃত্যু হয়।

চিকিৎসার জন্য ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিত্র নয়কের পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দেন। ২০১৪ সালেও এই নায়ককে ২০ লাখ টাকার অনুদান দেন প্রধানমন্ত্রী।

‘রঙ্গিন রূপবান’ সিনেমায় অভিনয় করে সবার মন জয় করেছিলেন চিত্রনায়ক সাত্তার।

এছাড়াও ‘সাত ভাই চম্পা’, ‘মধুমালা মদন কুমার’, ‘অরুণ বরুণ কিরণ মালা’, ‘সাগরকন্যা’, ‘শীশমহল’, ‘ঝড় তুফান’, ‘ঘরভাঙ্গা সংসার’ সহ দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

ইবনে মিজান পরিচালিত ‘আমির সওদাগর’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হয়েছিল।

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

1h ago