বঙ্গোপসাগরে চিনি বোঝাই লাইটার জাহাজ ডুবে নিখোঁজ ১

চট্টগ্রাম বন্দর থেকে ৯৫০ টন অপরিশোধিত চিনি নিয়ে রওনা দেওয়া একটি লাইটার জাহাজ ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে ডুবে গেছে।
আজ বুধবার সকালে এমভি এএল নূর-১ ডুবে যাওয়ার ঘটনায় জাহাজের ১২ জন ক্রু এর মধ্যে ১১ জন জীবিত উদ্ধার হলেও, গিয়াসউদ্দিন নামের এক ক্রু নিখোঁজ আছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, বাংলাদেশ নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ নিখোঁজ ক্রু এর অনুসন্ধান করছে। আমদানি করা অপরিশোধিত চিনি নিয়ে জাহাজটি নরসিংদীর দিকে যাচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে ভাসানচর থেকে ছয় নটিক্যাল মাইল দূরে সেটি ডুবতে শুরু করে।
সে সময় দুটি লাইটার জাহাজ এমভি আকিজ লজিস্টিক্স-২৭ ও এমভি সাফল্য-৩৩ ওই এলাকা অতিক্রম করছিল। এমভি এএল নূর-১ এর ডুবে যাওয়ার সংকেত পেলে জাহাজ দুটি সেটির কাছাকাছি পৌঁছায়।
এমভি আকিজ লজিস্টিক্স-২৭ এর মাস্টার তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে জানান, তিন ঘণ্টার চেষ্টায় ডুবে যাওয়া জাহাজের ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়।
জাহাজটি উল্টে গিয়েছিল এবং ভাসতে ভাসতে ঠেঙ্গারচরের দিকে যাচ্ছিল বলে জানান তিনি।
Comments