বরিশালে জমি নিয়ে বিবাদ, হামলায় আহত ৪

জমি নিয়ে বিবাদ ও মারামারির ঘটনায় বরিশালের সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চরকাউয়া গ্রামের তিনটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে চার জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার দুপুরে হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।
হামলার শিকার অমৃত সজ্জন জানান, দুপুর ১ টার দিকে ৫-৬ জন যুবক লাঠি নিয়ে তাদের টিনের ঘরে হামলা চালায়। এসময় দরজা, জানলা ও ঘরের আসবাবপত্র ভেঙে ফেলে। জানতে পারি তাদের সাথে কিছু সময় আগে জমিতে ধানের চারা লাগানোকে কেন্দ্র করে কয়েক জনের মারামারির ঘটনা ঘটেছে। আমার বাড়ি ছাড়াও আরও দুটি বাড়িতে ভাঙচুর চালানো হয়।
স্থানীয় শায়েস্তাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর মেম্বার মোখলেসুর রহমান বলেন, ‘আমি শুনেছি জমি নিয়ে বিবাদের জেরে স্থানীয় কামাল হাওলাদার ও রফিক রাজের লোকজনের সাথে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই গ্রুপের কয়েকজন আহত হয়েছে। যারা হামলা চালিয়েছে তাদের শাস্তি চাই।’
বাড়িতে হামলার ঘটনায় শিশির গাইন বলেন, কোন কারণ ছাড়াই এই আক্রমনের ঘটনায় আমরা ক্ষুব্ধ, আমরা এর বিচার চাই। তিনি জানান এই ঘটনার পরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়েছি। অভিযোগ লিপিবদ্ধ হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বন্দর থানার পাশাপাশি কাউনিয়া থানা পুলিশও ঘটনাস্থলে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম বলেন 'পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না'
হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু।
Comments