বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে লেবাননের প্রধান শষ্য ভাণ্ডার, ১ মাসে ফুরাবে মজুত

বৈরুত বন্দরের পাশে লেবাননের প্রধান শস্য ভাণ্ডার বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। ছবি: রয়টার্স

বৈরুত বিস্ফোরণে লেবাননের প্রধান শস্য ভাণ্ডার ধ্বংস হয়ে গেছে। ভাণ্ডার ধ্বংস হয়ে যাওয়ায় দেশটিতে এখন যে পরিমাণ শস্য মজুত আছে তাতে মাত্র এক মাস চলবে।

লেবাননের অর্থমন্ত্রী রাউল নেহমে আজ রয়টার্সকে বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কমপক্ষে তিন মাসের শস্য মজুত থাকা প্রয়োজন। এখন যা আছে তাতে এক মাসের মতো চলবে।

গতকাল বৈরুত বন্দরের পাশে যে জায়গাটিতে বিস্ফোরণ ঘটে তার ঠিক পাশের সাদা রঙয়ের বিশাল ভবনটি ছিল লেবাননের প্রধান খাদ্য ভাণ্ডার। বিদেশ থেকে শস্য আমদানি করে এনে এখানেই মজুত করা হতো। এরপর চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় তা সরবরাহ করা হতো।

বিস্ফোরণের তীব্রতায় এক লাখ ২০ হাজার টন ধারণ ক্ষমতার এই ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে খাদ্য অনিশ্চয়তায় পড়ল লেবাননের ৬৮ লাখ মানুষ।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago