জামিন পেলেন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার বেরোবির শিক্ষক সিরাজাম মুনিরা
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বরখাস্তকৃত শিক্ষক সিরাজাম মুনিরার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
আজ বুধবার মুনিরার করা জামিন আবেদনের ভার্চুয়াল শুনানি শেষে বিচারপতি এফআরএম নাজমুল আহসানের হাইকোর্ট বেঞ্চ তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাইকোর্টের এই আদেশের পর এখন রংপুর জেল থেকে তাকে মুক্তি দিতে আইনি বাধা নেই।’
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ার অভিযোগে গত ১৪ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সিরাজাম মুনিরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে মামলা করেন।
Comments