আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট।

ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মঙ্গলপৈতা বাজার এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতের নাম মো. সজিব হোসাইন (২৬)। তিনি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার মঙ্গলপৈতা গ্রামের মৃত শওকত হোসাইনের ছেলে।

গ্রেপ্তারকালে তার কাছ থেকে দুটি মোবাইল সেট জব্দ করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষে দীর্ঘদিন যাবৎ অনলাইন প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে মো. সজিব হোসাইনকে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English
yunus tarique meeting begins in london

Yunus and Tarique meet in London

The highly anticipated meeting at The Dorchester lasted about an hour and a half

2h ago