চিকিৎসা সরঞ্জাম কিনতে এডিবির ৩০ লাখ ডলার অনুদান অনুমোদন
করোনা মোকবিলায় বাংলাদেশকে ৩০ লাখ ডলার অনুদান অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে করোনা মহামারি মোকাবিলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম কিনতে এডিবি অতিরিক্ত ৩০ লাখ ডলার অনুদান দিয়েছে।
জাপান সরকারের দেওয়া এই অর্থ এডিবির এশিয়া প্যাসিফিক দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে দেওয়া হচ্ছে।
এডিবির কান্ট্রি ডিরেকটর মনমোহন প্রকাশ বিজ্ঞপ্তিতে বলেন, ‘এই অর্থ সরকারকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার জন্যে জরুরি প্রয়োজন মেটাতে সাহায্য করবে।’
করোনায় বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে ক্ষতি পুষিয়ে নিতে এডিবির সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। বলেন, ‘মহামারি পরবর্তী বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নেও এডিবির সহায়তা অব্যাহত থাকবে।’
Comments