‘ফ্যাব ফোর নয়, বাবরকে নিয়ে এখন ফ্যাব ফাইভ’
বাবর আজমের যতটা সামর্থ্য আর পারফরম্যান্স তার তুলনায় অনেক কম বাহবা পান, এমন মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসেইন। বিশ্ব ক্রিকেটের সেরা চার ব্যাটসম্যান বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেইন উইলিয়ামসন ও জো রুটকে নিয়ে তৈরি হয়েছে ‘ফ্যাব ফোর’ টার্ম। এই কাতারে পাকিস্তানের বাবরকেও এখন রাখতে চান নাসের।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে দলের বিপদে নেমে স্ট্রোকের দ্যুতি ছড়াতে থাকেন বাবর। দারুণ ব্যাট করে দিনশেষ করেন সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে।
তখন স্কাই স্পোর্টসে ধারাভাষ্য দিতে থাকা নাসেরের কণ্ঠে ঝরে পড়ে বাবরের স্তুতি। এমনকি অনুযোগও, ‘যদি কোহলি হতো, সবাই তাকে নিয়ে মাতামাতি করত। কিন্তু সে বাবর আজম, তাই কেউ কিছু বলছে না। ২০১৮ সালে টেস্টে তার গড় ছিল ৬৮, ওয়ানডেতে ৫৫!’
‘সে তরুণ, খুব নান্দনিক ব্যাটসম্যান সে। মানুষ “ফ্যাব ফোর” নিয়ে কথা বলে, কিন্তু এখন বাবরকে নিয়ে তা “ফ্যাব ফাইভ”’
ওয়ানডে আর টি-টোয়েন্টিতে শুরু থেকেই দারুণ খেলে আসছেন বাবর। ৭৪ ওয়ানডেতে করে ফেলেছেন ১১ সেঞ্চুরি। ৫৪.১৭ গড়ে এরমধ্যেই ৩ হাজার ছাড়িয়েছে তার রান।
টেস্টে অবশ্য প্রথম দিকে ছিলেন অধারাবাহিক। কিন্তু ২০১৮ সালে দারুণ খেলেন তিনি। ওই বছর কোহলি, স্মিথদের চেয়েও বেশি ব্যাটিং গড় ছিল তার। যদিও ২৬ টেস্টে ৪৫.১২ গড়ে ১৮৭০ রান করেছেন ৫ সেঞ্চুরিতে। সব মিলিয়ে কোহলি, স্মিথদের ছোঁয়া তার এখনো বাকি। তবে গত বছর দুয়েকের গ্রাফ বলে পাকিস্তানি ব্যাটসম্যান আছেন সে পথেই। নাসেরের মতো নানান কারণে পাকিস্তানের ক্রিকেট সংকটে থাকায় প্রাপ্য নামডাকের চেয়ে অনেক কম পাচ্ছেন বাবর।
Comments