ডিএসইতে লেনদেনের সময় বাড়ল
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তে লেনদেনের সময় আরও আধ ঘণ্টা বাড়িয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত করা হয়েছে। আগামী রোববার থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুলাই সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছিল।
এর আগে, পরিচালনা পর্ষদের জরুরি সভায় গত ১৮ জুন লেনদেনের সময়সূচি সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।
করোনাভাইরাসের বিস্তার রোধে মার্চ থেকে মে পর্যন্ত ৬৬ দিন ঢাকার পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Comments