হাইকোর্টের নিয়মিত কার্যক্রম চালুর সিদ্ধান্ত, চলবে ভার্চুয়াল আদালতও

ভার্চুয়াল আদালতের পাশাপাশি আগামী সপ্তাহ থেকে হাইকোর্টের নিয়মিত কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আইনজীবী ও মামলা সংশ্লিষ্টদের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারকদের নিয়ে ফুল কোর্ট বৈঠকে প্রধান বিচারপতি আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেন।
সশরীরে আদালতে হাজির হতে আগ্রহী আইনজীবীরা আদালতের নিয়মিত কার্যক্রমে অংশ নেবেন বলে বৈঠকে জানানো হয়। এ ছাড়া, ভার্চুয়াল হাইকোর্টের বেঞ্চ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মামলার শুনানি করবেন।
বৈঠক সূত্র জানায়, হাইকোর্টের ৪০ জনেরও বেশি বিচারকসহ মোট ৯২ জন স্বাস্থ্যবিধি মেনে সশরীরে আদালতের কার্যক্রম চালানোর পক্ষে মতামত দিয়েছেন।
সশরীরে উপস্থিত হয়ে ও ভার্চুয়াল উভয় পদ্ধতিতে মামলা পরিচালনার জন্য প্রধান বিচারপতি হাইকোর্ট বেঞ্চ গঠন করবেন।
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজকের পূর্ণাঙ্গ আদালতের বৈঠকে যোগ দেওয়া বেশিরভাগ বিচারক চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে আদালতের কার্যক্রমের শূন্যতা পূরণে পরবর্তী ছুটি কমানোর প্রস্তাব দিয়েছেন বলে বৈঠক সূত্র জানায়।
তবে, এ বৈঠকে আপিল বিভাগের কার্যক্রম নিয়ে আলোচনা হয়নি।
Comments