‘আগষ্ট ১৯৭৫’ সিনেমার জন্য হল খুলে দেওয়ার অনুরোধ

১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল রাতের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘আগষ্ট ১৯৭৫’ চলতি মাসের যে কোনো সপ্তাহে সারা দেশে এক যোগে প্রদর্শনের জন্য বন্ধ সিনেমা হল খুলে দেওয়ার জন্যে সরকারের কাছে অনুরোধ করা হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল রাতের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘আগষ্ট ১৯৭৫’ চলতি মাসের যে কোনো সপ্তাহে সারা দেশে এক যোগে প্রদর্শনের জন্য বন্ধ সিনেমা হল খুলে দেওয়ার জন্যে সরকারের কাছে অনুরোধ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এফডিসির জহির রায়হান কালার ল্যাবের মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে নির্মাতা দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল এই অনুরোধ জানিয়েছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ‘আগষ্ট ১৯৭৫’ এর পরিচালক সেলিম খান, চিত্র পরিচালক শাহীন সুমন, অভিনেত্রী অঞ্জনা, অভিনেতা রুবেল, ডিপজল, জায়েদ ও আনিসুর রহমান মিলন সহ অনেকেই।

গতকাল থেকে ভয়েস টিভির ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েব পোর্টালে ছবিটির ফার্স্ট লুক টিজার মুক্তি দেওয়া হয়েছে। আগামী ১২ আগস্ট একই সময় দর্শকরা ট্রেলার দেখতে পাবেন। ১৪ আগস্ট দেখা যাবে ভিডিওসহ একটি গান।

‘আগষ্ট ১৯৭৫’ ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, তানভীন সুইটি, আনিসুর রহমান মিলন, তাসকিন রহমান ও মাজনুন মিজান।

ইমন সাহার সুর-সংগীতে চলচ্চিত্রটির একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। সুমন কল্যাণের সুর ও সংগীতে অন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু।

Comments

The Daily Star  | English

Hathurusingha suspended as Bangladesh coach

Chandika Hathurusingha has been suspended as the head coach of the Bangladesh cricket team, the president of the Bangladesh Cricket Board (BCB) Faruque Ahmed announced in Mirpur today.

1h ago