জুভেন্টাস বনাম লিঁও: জেনে নিন খুঁটিনাটি
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ফলে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত বিরতির পর আবার মাঠে গড়াতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। প্রথম দিনেই বাঁচা-মরার লড়াইয়ে অলিম্পক লিঁওর মুখোমুখি হচ্ছে স্বাগতিক জুভেন্টাস।
শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় আলিয়াঞ্জ স্টেডিয়ামে শুরু হবে শেষ ষোলোর দ্বিতীয় লেগ। কোয়ার্টার ফাইনালে পা রাখতে এ ম্যাচে জুভেন্টাসকে জিততে হবে ন্যূনতম দুই গোলের ব্যবধানে। প্রথম লেগে ফরাসি ক্লাব লিঁওর মাঠে ১-০ ব্যবধানে হেরেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদোরা।
মাঠে নামার আগে নির্ভার থাকতে পারছে না ইতালিয়ান সিরি আর বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। মাউরিজিও সারির দল ভুগছে চোট সমস্যায়। জুভদের আক্রমণভাগের অন্যতম তারকা পাওলো দিবালার লিঁওর বিপক্ষে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।
পরিসংখ্যানের খুঁটিনাটি:
১. চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে আগের একমাত্র দেখায় লিঁওকে হারাতে পারেনি জুভেন্টাস। ২০১৬ সালের নভেম্বরে দল দুটির গ্রুপ পর্বের ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়।
২. ইউরোপের সেরা ক্লাব আসরের নক-আউট পর্বে সবশেষ তিন ম্যাচের দুটিতেই হেরেছে তুরিনের বুড়ি খ্যাত জুভরা। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ও ২০১৯ সালে আয়াক্স আমস্টারডামের কাছে হেরেছিল তারা।
৩. এর আগে চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বের প্রথম লেগে ১১ বার হারের তিক্ত স্বাদ নিয়েছে জুভেন্টাস। তবে পাঁচবার পরের পর্ব নিশ্চিত করতে পেরেছে তারা।
৪. চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে প্রতিপক্ষের মাঠে সবশেষ দশ ম্যাচের একটিতেও জয় পায়নি লিঁও। আটটি ম্যাচে হেরেছে তারা, ড্র করেছে দুটিতে।
৫. এই আসরের নক-আউট পর্বে ঘরের মাঠে খেলা সবশেষ ১২ ম্যাচে চারটি হ্যাটট্রিকসহ ১৮ গোল করেছেন জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো।
৬. ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতাগুলোতে টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার পর গেল ম্যাচে লিঁওর কাছে প্রথমবারের মতো হেরেছেন জুভেন্টাস কোচ সারি।
Comments