যুক্তরাষ্ট্রে টিকটক ও উইচ্যাট নিষিদ্ধের নির্দেশিকা জারি ট্রাম্পের

৪৫ দিনের মধ্যে চীনা মালিকানা বদল না করলে যুক্তরাষ্ট্রে টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করবে ডোনাল্ড ট্রাম্পের সরকার।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

৪৫ দিনের মধ্যে চীনা মালিকানা বদল না করলে যুক্তরাষ্ট্রে টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করবে ডোনাল্ড ট্রাম্পের সরকার।

বিশেষ আর্থিক ক্ষমতাবলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন।

আজ শুক্রবার মার্কিন বার্তা সংস্থা সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

ওই নির্দেশিকায় টিকটকের বিষয়ে বলা হয়েছে, ৪৫ দিন পর কোনও ব্যক্তি বা সংস্থা যুক্তরাষ্ট্রে বাইটডান্স লিমিটেডের সঙ্গে কোনো লেনদেন করতে পারবে না।

গত সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, কোনো মার্কিন সংস্থার কাছ বিক্রি করা না হলে আগামী ১৫ সেপ্টেম্বরের পর যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করা হবে৷ 

টিকটক নিষিদ্ধ করার কারণ হিসেবে জাতীয় নিরাপত্তার বিষয় নিয়ে অভিযোগ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই অ্যাপের মাধ্যমে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য ছাড়াও দেশের অনেক গোপন তথ্যও সরাসরি চীনা কমিউনিস্ট পার্টির হাতে চলে যাচ্ছে৷ এসব তথ্য কাজে লাগিয়ে ব্ল্যাকমেইল থেকে কর্পোরেট গুপ্তচরবৃত্তির মতো ঘটনাও ঘটছে৷

টিকটক নিয়ে ওই নির্দেশিকা জারির পরপরই উইচ্যাট নিয়েও একই ধরনের নির্দেশিকা জারি করেন ডোনাল্ড ট্রাম্প৷ দেশটিতে উইচ্যাটের মাধ্যমে ফান্ড ট্রান্সফারও করা যায়৷ তাই, মালিকানা বদলের নির্দেশিকা না মানলে এই অ্যাপটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে টিকটকের প্রায় ১০ কোটি ফলোয়ার আছে।

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station to reopen tomorrow

Mohammad Abdur Rouf, managing director of Dhaka Mass Transit Company Ltd, revealed the information in a press conference

2h ago