শ্রীলঙ্কার নির্বাচনে রাজাপাকসে ভাইদ্বয়ের দল বিপুল ভোটে জয়ী

Mahinda-Gotabaya-Rajapaksa.jpg
মাহিন্দা রাজাপাকসে ও গোতাবায়ে রাজাপাকসে। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে বিজয়ের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। দেশটিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন তার ভাই মাহিন্দা রাজাপাকসে। গত নভেম্বর থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন মাহিন্দা।

বিবিসি জানায়, দুই ভাইয়ের দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট সংবিধান পরিবর্তনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

দলটি মোট ২২৫টি আসনের মধ্যে ১২৫টিতে বিশাল ব্যবধানে জয় পেয়েছে। এর বাইরে আরও পাঁচটি আসনে জিতেছে তাদের মিত্র দল।

নির্বাচনে জয়ের খবর আসার পরই মাহিন্দা রাজাপাকসেকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে মাহিন্দা জানান, ফোন করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি।

দুই দশক ধরে শ্রীলঙ্কার রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছে রাজাপাকসে পরিবার। ওই পরিবারের রাজনীতি নিয়ে বিভিন্ন বিতর্কও রয়েছে। এর আগে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন মাহিন্দা রাজাপাকসে।

এদিকে, এই নির্বাচনে বিরোধীদল হিসেবে অবস্থান হারিয়েছে সাবেক প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহের দল। চলমান সংসদে ১০৬টি আসন থাকলেও বুধবারের নির্বাচনে তার দল মাত্র এক আসনে জয় পেয়েছে।

বর্তমানে শ্রীলঙ্কার প্রধান বিরোধীদল হলো ১৯৯৩ সালে গুপ্তহত্যার শিকার সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার ছেলের দল।

করোনা মহামারির কারণে এর আগে দুই দফা স্থগিত করা হলেও অবশেষে বুধবার শ্রীলঙ্কায় নির্বাচন হয়েছে। শুক্রবার পর্যন্ত দেশটিতে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৮৩৯ জন। করোনায় ইতোমধ্যে মারা গেছেন ১১ জন।

Comments

The Daily Star  | English

China accuses Trump of 'pouring oil' on Iran, Israel conflict

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

5h ago