জাতীয় দলের তিন-চতুর্থাংশ ফুটবলার করোনায় আক্রান্ত

করোনামুক্ত জেনে প্রথম ধাপে গেল বুধবার আট ফুটবলারকে অনুশীলন ক্যাম্পে পাঠিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারা হলেন- পাপ্পু হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মানিক হোসেন মোল্লা, মঞ্জুরুর রহমান মানিক, মোহাম্মদ আব্দুল্লাহ, ইয়াসিন আরাফাত, বিপলু আহমেদ ও মাহবুবুর রহমান সুফিল। কিন্তু দুদিন পর শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে তাদের করোনাভাইরাস পরীক্ষার যে ফল এসেছে, সেখানে দেখা যাচ্ছে গোলরক্ষক পাপ্পু বাদে বাকি সবাই পজিটিভ।
মানে দাঁড়িয়েছে, প্রথম ধাপে ক্যাম্পে যোগ দিতে বলা ১২ ফুটবলারের ১১ জনই করোনায় আক্রান্ত। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের পরীক্ষায় আরও সাত খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। সবমিলিয়ে পরীক্ষা করা ২৪ ফুটবলারের ১৮ জনের শরীরেই করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। অর্থাৎ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তিন-চতুর্থাংশ (৭৫ ভাগ) খেলোয়াড় করোনায় আক্রান্ত। তাদের পাশাপাশি করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারও।
বাফুফে জানিয়েছে, আক্রান্ত খেলোয়াড়দের সবাই ও সহকারী কোচ কায়সার বর্তমানে আইসোলেশনে আছেন এবং দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির মেডিক্যাল কমিটি তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আগামী সোমবার দ্বিতীয় দফা করোনাভাইরাস পরীক্ষা করানো হবে তাদেরকে।
বাংলাদেশের ৩৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডের আরও সাত জনের (বাকি পাঁচ জন পরে ক্যাম্পে যোগ দেবেন) করোনা পরীক্ষা করানো হবে আগামীকাল শনিবার।
গাজীপুরের সারাহ রিসোর্টে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের জন্য ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৮ অক্টোবর ঘরের মাঠে সিলেটে আফগানিস্তানের বিপক্ষে ফিরতে লেগে খেলতে নামবে জেমি ডের শিষ্যরা। এরপর ১৩ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। আর নভেম্বরে ভারত ও ওমানের বিপক্ষে বাছাইয়ের সবশেষ ম্যাচ দুটি নিজেদের মাটিতেই খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।
Comments