যশোরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল রাতে পৌর এলাকার পুরন্দপুর সাদ্দামপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনের শিকার গৃহবধূকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আসামিরা ওই গৃহবধূকে বাড়ির সামনের রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং দলবদ্ধভাবে ধর্ষণ করে। এরপর অচেতন অবস্থায় রেল লাইনের ওপর গৃহবধূকে ফেলে রেখে যায়। রেল লাইনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক পথচারী ৯৯৯ নম্বরে ফোন করে জানালে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।’
‘গ্রেপ্তার চার জন ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ দুপুরে তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে’— বলেন আব্দুর রাজ্জাক।
Comments