নিখোঁজের ২ দিন পর নারায়ণগঞ্জে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
নিখোঁজ হওয়ার দুই দিন পর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে আশু মোল্লা (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা অটোরিকশা ছিনিয়ে নিতে তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা পুলিশের।
আজ শনিবার সকালে উপজেলার ব্রাহ্মনদি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর হোসেন।
নিহত আশু মোল্লা সোনারগাঁও উপজেলার মীরেরবাগ গ্রামের মালেক মোল্লার ছেলে।
এসআই মঞ্জুর হোসেন বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিহতের হাত, মুখ, চোখ ও পা টেপ দিয়ে পেঁচানো। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তবে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। খবর পেয়ে স্বজনরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করে।’
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘গত ৬ আগস্ট বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন আশু মোল্লা। কিন্তু, সেই রাতে আর বাড়িতে ফিরেননি। সে সময় তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় শুক্রবার বিকেলে সোনারগাঁও থানায় একটি নিখোঁজের জিডি করে তার ভাই বেনু মোল্লা।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আশু মোল্লাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের ভাই বেনু মোল্লা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।’
Comments