নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

আজ শনিবার ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার গোলাকান্দাইল-আড়াইহাজার সড়কে এই ঘটনা ঘটে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর।

নিহত দুই জন হলেন— শরিয়তপুরের চরসিঁধল গ্রামের সেলিম মাতবরের ছেলে অটোরিকশাচালক নাছির মাতবর (২৬) ও আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও চরপাড়া এলাকার সাইদ মিয়ার ছেলে অটোরিকশার যাত্রী ওয়াজিব মিয়া (১৪)। আর আহত দুই জন হলেন— আড়াইহাজার এলাকার নূর নবী (২৬) ও নাছির উদ্দিন (২৮)। আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই পরিমল সূত্রধর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অটোরিকশাচালক নাছির তিন জন যাত্রী নিয়ে আড়াইহাজারের দিকে যাচ্ছিলেন। রূপগঞ্জের সাওঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালক নাছির ও যাত্রী ওয়াজিব মারা যায়। আহত অবস্থায় অন্য দুই যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বালুবাহী ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Comments

The Daily Star  | English
Dengue Crisis

Dengue: 3 die, 742 hospitalised in a day

1,632 deaths, 3,13,706 cases this year

16m ago