করোনায় শজিমেকের সহকারী অধ্যাপক ডা. রেজওয়ানুল বারির ‍মৃত্যু

ডা. রেজওয়ানুল বারি শামীম। ছবি: এফডিএসআর’র সৌজন্যে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রেজওয়ানুল বারি শামীম। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আজ চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডা. রেজওয়ানুল বারি শামীম রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।’

তিনি আরও জানান, এর আগে, করোনায় আক্রান্ত হয়ে গতকাল মারা গেছেন রাজবাড়ি জেলার প্রবীণ চিকিৎসক, চক্ষু বিষেশজ্ঞ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজবাড়ি শাখার সভাপতি ডা. গোলাম মোস্তফা (৭৫)।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৮০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১১ জন চিকিৎসক।

Comments

The Daily Star  | English

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

16m ago