সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধনে লাঠিপেটার ঘটনা তদন্তে পুলিশের কমিটি

কক্সবাজারে নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদের সঙ্গে থাকা শাহেদুল ইসলাম সিফাত এর মুক্তির দাবিতে শনিবার বরগুনার বামনায় মানববন্ধনে পুলিশের লাঠিপেটা। ছবি: সোহরাব হোসেন

পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে বরগুনার বামনায় মানববন্ধনে পুলিশের লাঠিপেটার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আজ বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

তদন্ত কমিটির সদস্যরা হচ্ছেন, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম, আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এবং বরগুনা থানার ওসি মো. সোহেল আহমেদ। তারা আজ ঘটনাস্থল পরিদর্শন করে মানববন্ধনের আয়োজক, স্থানীয় সংবাদকর্মী ও পুলিশ সদস্যসহ বিভিন্ন জনের সঙ্গে কথা বলে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছেন।

তদন্ত কমিটির প্রধান মফিজুল ইসলাম জানান, আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।

তদন্তাধীন বিষয়টি নিয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় তার সঙ্গে থাকা বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাতকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোর প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে শনিবার বামনায় মানববন্ধন করেছিলেন তার সহপাঠী ও এলাকার বন্ধুবান্ধব। মানববন্ধনে হামলা চালিয়ে পুলিশ লাঠিপেটা করে প্ল্যাকার্ড, ব্যানার ছিনিয়ে নেয়। এই ঘটনায় আহত হন ১০ জন।

আরও পড়ুন:

সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধনে পুলিশের লাঠিপেটা, আহত ১০

Comments

The Daily Star  | English

Israel lifts air raid warnings, says intercepted 'most' Iran missiles

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

11h ago