লতিফুর রহমানের চেহলাম অনুষ্ঠিত
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত লতিফুর রহমানের চেহলাম আজ মাগরিবের নামাজ শেষে তার গুলশানের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। পরিবার, বন্ধু ও স্বজনদের অংশগ্রহণে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া হয়।
লতিফুর রহমানের মেয়ে শাজনীন রহমান ও নাতি ফারাজ আইয়াজ হোসেনের জন্যও দোয়া করা হয়। শাজনীন ১৯৯৮ সালে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হন। গুলশানে হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার শিকার হন ফারাজ।
গত ১ জুলাই দীর্ঘদিন ফুসফুসের অসুস্থতায় কুমিল্লায় পৈতৃক বাড়িতে মারা যান লতিফুর রহমান। বনানী কবরস্থানে তাঁর দাফন হয়। তিনি দ্য ডেইলি স্টারের পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়াওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা পরিচালক এবং দৈনিক প্রথম আলোর পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়াস্টারের চেয়ারম্যান ছিলেন।
ব্যবসায় ক্ষেত্রে নৈতিকতা ও সামাজিক দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে লতিফুর রহমান ‘অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন।
Comments