বরিশালে কলেজ শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
বরিশালের একটি আবাসিক হোটেলে গৌরনদী সরকারি কলেজের এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
আজ রোববার কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল গভীর রাতে নগরীর সাগরদী ব্রিজ এলাকার একটি হোটেলে এ ঘটনা ঘটে জানান মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুর।
তিনি বলেন, ‘নির্যাতনের শিকার কলেজ শিক্ষার্থীর সঙ্গে অভিযুক্তের একজনের পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযুক্ত যুবক ভুক্তভোগীকে ওই হোটেল নিয়ে আসে এবং ধর্ষণ করে। এ ছাড়াও, ওই হোটেলের মালিক আরেকজনকে ওই কক্ষে ঢুকিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। ওই ব্যক্তি ভুক্তভোগীকে ধর্ষণ করে।
বরিশাল কোতোয়ালী মডেল থানা ওসি নুরুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ধর্ষণের অভিযোগে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযুক্ত তিন আসামিকে আদালত কারাগারে পাঠিয়েছে।
Comments