পাকিস্তানের বিপক্ষে বাকি দুই টেস্টে স্টোকসকে পাচ্ছে না ইংল্যান্ড
পারিবারিক কারণে ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই টেস্টে বেন স্টোকসে পাচ্ছে না ইংল্যান্ড। বাবা-মায়ের সঙ্গে দেখা করতে নিউজিল্যান্ড যাচ্ছে টেস্টের শীর্ষ এই অলরাউন্ডার।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ম্যানচেস্টারে প্রথম টেস্টের পরই ছুটি নিয়েছেন স্টোকস। চলতি সপ্তাহেই বাবা-মাকে দেখতে নিউজিল্যান্ড যাবেন তিনি।
স্টোকসের বাবা-মা নিউজিল্যান্ডের নাগরিক। ক্রাইস্টচার্চেই বসবাস করেন তারা। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন স্টোকসের বাবা জেড। মূলত অসুস্থ বাবার পাশে থাকতেই ছুটি নিয়েছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে দুই উইকেট পেলেও ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন তিনি। দুই ইনিংসে করেছেন ০ ও ৯ রান। তবে এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ খেলে সিরিজ জেতায় রেখেছেন ভূমিকা। জেসন হোল্ডারকে হটিয়ে টেস্টে শীর্ষ অলরাউন্ডারও হয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন স্টোকস। দলের প্রয়োজনে বড় ইনিংস খেলা বা ভীষণ দরকারে ব্রেক থ্রো এনে দেওয়ার মুন্সিয়ানা দেখিয়ে নিজেকে তুলেছেন অন্য উচ্চতায়।
Comments