ব্যক্তিগত অনুশীলনে জাহানারা-রুমানারাও

দেশের তিন ভেন্যুতে সোমবার থেকে নয় নারী ক্রিকেটারের অনুশীলনের সূচি প্রকাশ করা হয়েছে।
Jahanara alam
ফাইল ছবি: সংগ্রহ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সুযোগ-সুবিধা নিয়ে ছেলে ক্রিকেটারদের পর এবার কয়েকজন নারী ক্রিকেটারও শুরু করছেন ব্যক্তিগত অনুশীলন। দেশের তিন ভেন্যুতে সোমবার থেকে নয় নারী ক্রিকেটারের অনুশীলনের সূচি প্রকাশ করা হয়েছে।

বিসিবি জানায়, মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা, উইকেটকিপার-ব্যাটার শামিমা সুলতানা, পেসার জাহানারা আলম, অলরাউন্ডার লতা মণ্ডল ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুই সংস্করণে বাংলাদেশের দুই অধিনায়ক রুমানা আহমেদ ও সালমা খাতুন অনুশীলন করবেন।

চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ভেন্যুতে ছেলেরা থাকলেও কোনো মেয়ে ক্রিকেটারের অনুশীলন করবেন না। তবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন করবেন স্পিনার খাদিজা তুল কুবরা ও ব্যাটার শারমিন সুলতানা। এই মাঠে নেই কোনো পুরুষ ক্রিকেটারের অনুশীলনের সূচি।

বিসিবির ব্যবস্থাপনায় ঈদের আগে থেকে আগ্রহী ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরু হয়। অল্প কয়েকজনকে নিয়ে চালু হলেও ক্রমেই এই সংখ্যা বাড়ছে। তবে তাদের প্রত্যেকের জন্যই বরাদ্দ রয়েছে আলাদা সময়। কঠোরভাবে মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago