গাজীপুরে বিলের পানিতে ডুবে শিশুসহ নিহত ২

স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের কালীগঞ্জে বিলের পানিতে ডুবে ভাতিজিসহ ফুফার মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে কালীগঞ্জ উপজেলার জাঙ্গাল বিলে তাল গাছ দিয়ে তৈরি কোন্দা ডুবে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মারিয়া (৫) বেতুয়া গ্রামের নাজমুল হকের কন্যা ও শিশুর ফুফা অলিউল্লাহ উত্তরগাঁও এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘রোববার সন্ধ্যার দিকে অলিউল্লা শ্বশুড় বাড়ি থেকে মারিয়াকে নিয়ে তাল গাছ দিয়ে তৈরি কোন্দায় চড়ে নিজগ্রাম চৌরা উত্তরগাঁও যাচ্ছিলেন। কোন্দা দিয়ে বিল পার হওয়ার এক পর্যায়ে হঠাৎ করে কোন্দা ডুবে তারা দুজনই নিখোঁজ হন। স্থানীয়রা কিছুক্ষণ খোঁজাখুজির পর তাদেরকে উদ্ধার করেন।’

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সঞ্জয় দত্ত বলেন, ‘উদ্ধারকৃত দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। রাত সাড়ে আটটার দিকে পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।’

মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

39m ago