পিরলো কোচ হওয়ায় আরও অসুখী রোনালদো!

রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে এসেছিলেন নতুন চ্যালেঞ্জ নিয়ে। কিন্তু ক্রমেই ক্লাবটিতে অসন্তুষ্ট হয়ে পড়ছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। যে স্বপ্ন নিয়ে এসেছিলেন তা পূরণ করতে পারেননি। সহসাই যে করতে পারবেন তার জন্য ক্লাবের পরিকল্পনাও ভালো লাগছে না তার। তার উপর সম্পূর্ণ অনভিজ্ঞ আন্দ্রেয়া পিরলো ক্লাবটির কোচের দায়িত্ব দেওয়ায় খুব একটা খুশী নন রোনালদো। এমন সংবাদই প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

২০১৮ সালের গ্রীষ্মে রিয়াল থেকে জুভেন্টাসে যোগ দেওয়ার পর রোনালদো বলেছিলেন, 'চ্যাম্পিয়নরা নতুন চ্যালেঞ্জ নিতে ক্লান্তি বোধ করে না।' আর রোনালদোর মূল চ্যালেঞ্জটাই ছিল চ্যাম্পিয়ন্স লিগ জয়। কিন্তু আগের মৌসুমে আয়াক্সের কাছে স্বপ্নভঙ্গ হওয়ার পর চলতি মৌসুমে অলিম্পিক লিঁওর কাছে হেরে বিদায় নেয় দলটি। তাতেই অসুখী হয়ে পড়েছেন তিনি। কারণ নিজে দারুণ খেললেও সতীর্থদের থেকে প্রত্যাশা অনুযায়ী সহায়তা পাচ্ছেন না।

আর লিঁওর কাছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর কোচ মাউরিজিও সারিকে ছাঁটাই করে আন্দ্রেয়া পিরলোকে দায়িত্ব দেয় জুভেন্টাস কর্তৃপক্ষ। তাতে ধারণা করা হচ্ছে রোনালদো আরও অসুখী হয়ে পড়েছেন। আর কেন হচ্ছেন তার কারণগুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে ফুটবলমহলে। তার প্রধান বিষয়গুলো তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকার

২০১৮ সালে যাওয়া যাক। সানসিরোতে পিরলোর বিদায়ী ম্যাচের আয়োজন চলছে। ম্যাচের আগে পিরলো সাক্ষাৎকার নেয় স্কাই স্পোর্টস। সেখানে তাকে প্রশ্ন করা হয়, 'প্রতিপক্ষের এমন কোন খেলোয়াড়ের বিপক্ষে খেলেছেন যাকে আপনার সেরা মনে হয়েছে?' খুব সংক্ষিপ্তভাবে তার উত্তর ছিল, 'লিও মেসি।'

রেকর্ড অনুযায়ী, ৪১ বছর বয়সী পিরলো রোনালদোর বিপক্ষেও খেলেছেন বেশ কয়েকবার। ২০১৪-১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালেই দুই দফা মুখোমুখি হন রোনালদোর, তখন এ পর্তুগিজ তারকা খেলছেন রিয়াল মাদ্রিদে। সেবার অবশ্য জয় পেয়েছিল পিরলোর জুভেন্টাসই।

নিজস্ব ইনস্টাগ্রামে করা পোস্ট

মেসির সঙ্গে বেশ কয়েকবারই দেখা সাক্ষাৎ করেছেন পিরলো। ২০১৫ সালে একটি রেস্তোরায় ছবিও তুলেছেন তারা। তার একটি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আপলোড দিয়ে ক্যাপশনে মেসিকে সেরা বলেছিলেন এ ইতালিয়ান তারকা। লিখেছিলেন, 'সেরা লিও মেসির সঙ্গে দারুণ একটি সাক্ষাৎ।'

নিজের স্বপ্নের একাদশ

ফুটমার্কেতোর একটি সাক্ষাৎকারে নিজের সেরা একাদশ সাজিয়েছিলেন পিরলো। যেখানে সাত জনই ছিলেন তার সাবেক সতীর্থ। তবে এর বাইরের চার জনের মধ্যে একজন ছিলেন মেসি। জায়গা হয়নি রোনালদোর। 

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

1h ago