মাস্ক পরা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত
মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ সোমবার একথা জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, 'প্রয়োজনে এনফোর্সমেন্টে যেতে হবে। এ নিয়ে গতকাল সচিব কমিটির সভায় আলোচনা শেষে মাঠ প্রশাসনকে বলা হয়েছে। কেউ মাস্ক না পরলে, কিছু কিছু মোবাইল কোর্ট করতে বলা হয়েছে। আর এটার জন্য যে শাস্তি দেয়া হচ্ছে সেটারও প্রচার করতে বলা হয়েছে।'
ভাইরাসের 'কমিউনিটি ট্রান্সমিশন' হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, 'এটি রোধ করতে হলে সবাইকে সচেতন হতে হবে।'
Comments