তাইওয়ানে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী, সীমান্তে চীনা যুদ্ধবিমানের মহড়া

তাইওয়ানের প্রেসিডেন্ট তাই ইং ওয়েনের সঙ্গে দেখা করেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার। ছবি: রয়টার্স

মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজারের সফরের মধ্যেই চীনের দুটি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে।   

রয়টার্স জানায়, সোমবার, চীনা বিমান বাহিনীর দুটি জেট তাইওয়ান আকাশসীমা কিছুটা অতিক্রম করে বলে তাইওয়ানের মিসাইলের মাধ্যমে ট্র্যাক করা হয়েছে।

রোববার, তাইওয়ানে এসে পৌঁছান আজার। দীর্ঘ চার দশক পর দেশটিতে কোনো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা গেলেন।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপড়েনের মধ্যে এই সফরের নিন্দা জানায় বেইজিং। দীর্ঘদিন ধরেই এই দ্বীপটিকে নিজেদের বলে দাবি করে আসছে চীন।

তাইওয়ানের বিমান বাহিনী জানায়, আজার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে দেখা করার কিছু আগে সকাল ৯টার দিকে চীনের জে -১১ ও জে -১০ যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় অল্প সময়ের জন্য প্রবেশ করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিমান বাহিনী জানায়, চীনের যুদ্ধবিমানগুলো তাইওয়ানের স্থলভিত্তিক অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইলের মাধ্যমে ট্র্যাক করা হয়েছে। তাইওয়ানের বিমান সেগুলোকে টহল দিয়ে ‘তাড়িয়ে দিয়েছে’ বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে তাত্ক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কের টানাপড়েনের মধ্যে ট্রাম্প প্রশাসন তাইওয়ানের গণতন্ত্রের পক্ষে সমর্থনকে জোরদার করে। অস্ত্র বিক্রিও বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন ।

তাইওয়ানের প্রেসিডেন্টিয়াল অফিসে আজার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে তাইওয়ানের কাছে দৃঢ় সমর্থন ও বন্ধুত্বের বার্তা পৌঁছে দিতে এখানে আসাটা সত্যিই সম্মানের।’

১৯৭৯ সালে তাইপের সঙ্গে সব ধরনের দাপ্তরিক সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন।

 

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

1h ago