লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার জেরে পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব।
সোমবার, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তার সরকারের পদত্যাগের ঘোষণা দেন তিনি।
বিবিসি জানায়, বৈরুত বন্দরে বিস্ফোরণের জেরে জনগণের ক্ষোভের মুখে দেশটির নয় জন এমপি ও মন্ত্রিসভার চার সদস্য পদত্যাগ করেছেন। বৈরুতে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ফুঁসছে গোটা শহর। রোববার, শহরটিতে দ্বিতীয়বারের মতো সহিংসতার ঘটনা ঘটে। সরকারের প্রতিক্রিয়া নিয়ে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের কারণ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানিয়েছিলেন, ছয় বছর ধরে বৈরুত বন্দরে অরক্ষিত অবস্থায় রাখা ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট কোনোভাবে প্রজ্জ্বলিত হয়ে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে। শহরের কেন্দ্রস্থলের কাছে গুদামে এত বিপুল পরিমাণ বিপজ্জনক উপাদান রেখে দেওয়ার ঘটনায় সরকারের অবহেলাকেই দায়ী করেন বিক্ষুব্ধ লেবাননবাসী।
Comments