ট্রাম্পের সংবাদ সম্মেলন চলাকালে হোয়াইট হাউসের বাইরে গুলি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলন চলাকালে হোয়াইট হাউসের বাইরে গুলি চালানোর ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার এ ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তা কর্মীরা।
সিএনএন জানিয়েছে, তবে কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে ফিরে আসেন ট্রাম্প।
ফেরার পর তিনি বলেন, ‘হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো হয়েছে, তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। গোটা পরিস্থিতি দ্রুত এবং কার্যকরভাবে সামাল দেওয়ার জন্য সিক্রেট সার্ভিসের কর্মীদের ধন্যবাদ জানাতে চাই।’
ওইদিন সন্ধ্যায় মার্কিন সিক্রেট সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, হোয়াইট হাউসের কাছে ১৭তম স্ট্রিট নর্থওয়েস্ট ও পেনসিলভানিয়া এভিনিউ নর্থওয়েস্ট সংলগ্ন রাস্তায় ৫১ বছর বয়সী ব্যক্তি সিক্রেট সার্ভিসের এক সদস্যকে লক্ষ্য করে বলেন যে তার কাছে আগ্নেয়াস্ত্র আছে। এর পরপরই সেই ব্যক্তি দৌড়ে সিক্রেট সার্ভিস সদস্যের কাছে এসে জামার ভেতর থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করতে উদ্ধত হন। কিন্তু তৎক্ষণাৎ সিক্রেট সার্ভিসের ওই সদস্য তাকে গুলি করে নিভৃত করেন।’
আহত ওই ব্যক্তিসহ সিক্রেট সার্ভিসের সদস্যকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে।
Comments