নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক ধর্ষণ, ৪ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে আড়াইহাজার থানায় চার জনের বিরুদ্ধে মামলা হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ গত ৮ আগস্ট রাতে রূপগঞ্জের একটি গার্মেন্টস থেকে কাজ শেষে আড়াইহাজারের বাড়িতে ফিরছিলেন ওই নারী। পথে চার যুবক ওই নারীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে তুলে নিয়ে যায়। পাশে একটি নির্জন স্থানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই নারীর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।
নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার সকালে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Comments