বিশ্বের প্রথম করোনার টিকা তৈরি করেছে রাশিয়া: পুতিন

রাশিয়া বিশ্বের প্রথম করোনার টিকা নিবন্ধন করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

রাশিয়া বিশ্বের প্রথম করোনার টিকা নিবন্ধন করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভির কাছে এ কথা বলেন পুতিন। বার্তা সংস্থা সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

পুতিন বলেন, ‘মস্কোভিত্তিক গামোলিয়া ইনস্টিটিউট রাশিয়ার তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।’

মন্ত্রিপরিষদের সঙ্গে সরাসরি টেলিকনফারেন্সে পুতিন বলেন, ‘টিকাটি প্রস্তুত করতে সবগুলো ধাপ অনুসরণ করা হয়েছে।’

‘আজ সকালে বিশ্বে প্রথমবারের মতো করোনার টিকা নিবন্ধন করা হয়েছে, আমি জানি এটি বেশ কার্যকর এবং স্থায়ীভাবে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে,’ বলেন তিনি। 

ভ্লাদিমির পুতিন বলেন, ‘সুতরাং আমরাই প্রথম নিবন্ধভুক্ত হয়েছি। আমি মনে করি আমার বিদেশি সহকর্মীদের কাজও এগিয়ে চলছে।’

পুতিনের মেয়ে এই টিকা নিয়েছে এবং টিকা নেওয়ার পরে তার শরীরের তাপমাত্র একটু বেশি ছিল। তবে, এখন তিনি ভালো আছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আমি এই টিকা নিয়ে খুব ভালো করেই জানি। কারণ, আমার এক মেয়েকে এই টিকা দেওয়া হয়েছে।’

‘আমার মেয়ে এভাবেই করোনার টিকা পরীক্ষায় অংশ নিয়েছে। প্রথম টিকা নেওয়ার পরে তার শরীরের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তবে পরের দিন ৩৭ ডিগ্রিতে নেমে যায়। বর্তমানে সে ভালো সুস্থ আছে।’

Comments