নোয়াখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

নোয়াখালীর সোনাইমুড়িতে পারিবারিক কলহের কারণে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

গতকাল রাতে উপজেলার দেওটি ইউনিয়নের দক্ষিণ দেওটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক আছেন।

আজ মঙ্গলবার সোনাইমুড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে আজ বিকেলে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তার পিতাকে আসামি করা হয়েছে। মামলায় পারিবারিক কলহের কথা উল্লেখ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। খুব শিগগির আসামিকে গ্রেপ্তার করা হবে।’

আজ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে সোনাইমুড়ি থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বিদ্যুৎ বিভাগের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল।

নিহতের ছেলে ও মামলার বাদী জানান, কিছুদিন পূর্বে তারা একটি জমি কেনে। এ নিয়ে তার বাবা তাকে ও তার মাকে নানান হুমকি দিচ্ছিলেন। গত তিন দিন আগে তার মায়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হত্যার হুমকি দেন। সোমবার রাতে খাবার খেয়ে পরিবারের লোকজন সবাই ঘুমিয়ে পড়ে। পরে রাতের কোনো এক সময়ে বাবা ধারালো বটি দিয়ে মাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালের পরিবারের সদস্যরা বিছানার উপর নিহতের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে।

দেওটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল বলেন, ‘দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একাধিক সালিশ বৈঠকও হয়। পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই এ হত্যার ঘটনা ঘটেছে।’

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago