বাড়ছে সিলেট মহানগরীর সীমানা, অবহেলিত মহাপরিকল্পনা

সিলেটের জিন্দাবাজার। স্টার ফাইল ফটো

মাত্র ২৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার নিয়ে ২০০২ সালে দেশের সবচেয়ে ছোট সিটি করপোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয় সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

প্রতিষ্ঠার একযুগ পর ২০১৪ সালে মহানগরীর সীমানা পরিবর্ধনের উদ্যোগ নেওয়ার আরও ছয় বছর পর অবশেষে বাড়ছে এ নগরীর পরিসীমা। তবে সীমানা পরিবর্ধনের প্রস্তাবনা ও উন্নয়নের মহাপরিকল্পনা থাকছে অবহেলিত

সিলেট সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণে গতকাল এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা।

২০১৪ সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দেওয়া প্রস্তাবনায় নগরীর বর্ধিত সীমানা ১৬০ দশমিক ৬২ বর্গ কিলোমিটার করার প্রস্তাব করা হলেও এ গণবিজ্ঞপ্তি অনুযায়ী নগরীর সীমানা বৃদ্ধি পেয়ে হবে মাত্র ৫৮ বর্গ কিলোমিটার।

জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে সিলেট সদর উপজেলার টুকেরবাজার, খাদিমনগর, খাদিমপাড়া এবং টুলটিকর ইউনিয়নের কিছু অংশ এবং দক্ষিণ সুরমা উপজেলার কুচাই, বরইকান্দি ও তেতলী ইউনিয়নের কিছু অংশকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে ঘোষিত এ সকল এলাকার অধিবাসীদের আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে লিখিত পরামর্শ ও আপত্তি জানানোর জন্য আহবান জানান জেলা প্রশাসক।

এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কোন কোন এলাকা সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা হবে, তার ব্যাপারে যাচাই-বাছাই শেষ করে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত ত্রিশ দিনের শেষে এসব এলাকার অধিবাসীদের যে কোনো আপত্তি বা পরামর্শ শুনানির মাধ্যমে নিষ্পত্তি করার পরবর্তী ধাপ শুরু হবে।’

২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর থেকে এর আয়তন বর্ধিত করার দাবি করছেন স্থানীয়রা। পরবর্তীতে সিলেটের বর্ধিত মহানগরীর উন্নয়নের জন্য ২০১০ সালে একটি মহাপরিকল্পনা প্রস্তুত ও গেজেট করা হয়।

প্রস্তাবনার ৬ বছর পর মহানগরী সম্প্রসারণে প্রথম পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মহানগরীর সম্প্রসারণ বারবার সম্ভব হয় না। তাই প্রথমবারেই মহাপরিকল্পনা ও প্রস্তাবনা অনুযায়ী সম্প্রসারণ করার উদ্যোগ গ্রহণ করা উচিত।’

তিনি বলেন, ‘সিলেট মেট্রোপলিটন পুলিশ মহানগরীর সম্প্রসারণ বিবেচনা করে তার সীমানা ব্যাপকভাবে বর্ধিত করেছে, সেখানে সিটি করপোরেশন অন্তত ততটুকুই বর্ধিত হওয়া উচিত। একটা ছোট আকৃতির নগরীতে নাগরিক সেবার অনেক কিছুই নিশ্চিত করা যায় না, তাই যতটা সম্ভব মহানগরী বর্ধিত করতে উদ্যোগ নেওয়া উচিত।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সিলেট শাখা সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘একটা মহানগরীকে মহাপরিকল্পনা অনুযায়ী গড়ে তুলতে অন্তত ৫০ বছরের ভবিষ্যৎ চিন্তা করতে হয়। এমনিতেই ছোট আকৃতির মহানগরী হওয়ায় পরিকল্পিত নগরী গড়ে তোলা যাচ্ছে না। এখন মহাপরিকল্পনা অনুযায়ী সম্প্রসারণ না হলে কয়েক বছরের মধ্যে আবারও অপরিকল্পিতভাবে নগরায়ন এবং অপরিকল্পিত শহরতলী গড়ে উঠবে।’

তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত, সিলেট মহানগরীর বিকাশে নগরীর সম্প্রসারণে সুদূরপ্রসারী মহাপরিকল্পনাকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা।’

Comments

The Daily Star  | English
Bangladesh RMG sector

RMG sector on edge as tariff talks make no headway

The diverging outcomes threaten to create a multi-tiered tariff landscape in Asia, placing nations like Bangladesh at a serious disadvantage in the US market.

11h ago