বাবার সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমান অধিকার: ভারতের সুপ্রিম কোর্ট

ভারতীয় সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

অবিভক্ত হিন্দু পরিবারের সম্পত্তিতে মেয়েদের পক্ষে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। দেশটির শীর্ষ আদালত জানায়, বাবার সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমান অধিকার থাকবে।

আজ মঙ্গলবার বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিহিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

২০০৫ সালের হিন্দু উত্তরাধিকারী (সংশোধিত) আইন অনুযায়ী, বাবার সম্পত্তিতে মেয়েদের স্বীকৃত অধিকার থাকবে। অর্থাৎ সম্পত্তিতে ছেলে ও মেয়ে একই অধিকার ভোগ করবেন।  আগে বাবা মারা গেলেও ছেলে ও মেয়ের জন্য সমান অধিকার প্রযোজ্য হবে।

ভারতের সুপ্রিম কোর্টের ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর রায় দিয়েছিলেন, যদি বাবা এবং মেয়ে দুজনই জীবিত থাকেন তাহলে বাবার সম্পত্তিতে মেয়ের স্বীকৃত অধিকার থাকবে। একই দিনে সংশোধিত হিন্দু উত্তরাধিকারী আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়।

সংশোধিত আইনে আগে যদি মেয়ে মারা যান, তাহলে তার সন্তান সম্পত্তির অধিকার ভোগ করতে পারবে।

রায় শেষে বিচারপতি অরুণ মিশ্র বলেন, ‘এক মেয়ে সারাজীবনের। একবার যে মেয়ে (হয়), সে সারাজীবনের মেয়ে (হয়)।’

এ ছাড়াও, সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় যেসব মামলা বিভিন্ন আদালতে ঝুলে আছে, সেগুলোও ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

18h ago