বিশ্বে আক্রান্ত ২ কোটি ২ লাখ, মৃত্যু ৭ লাখ ৪০ হাজার
করোনাইভাইরাস মহামারিতে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২ লাখ ২৩ হাজারে। ইতোমধ্যে মারা গেছেন ৭ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। সুস্থও হয়েছেন এক কোটি ২২ লাখের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি রিসোর্স সেন্টারের তথ্য মতে, করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে আজ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৪১ হাজারের বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৫৩১ জন।
এর পরেই আছে ব্রাজিলের অবস্থান। দেশটিতে ৩ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ১ হাজার ৭৫২ জন।
ভারতে সর্বশেষ খবর অনুযায়ী করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২২ লাখ ৬৮ হাজারে দাঁড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৪৫ হাজার ২৫৭ জনের।
৮ লাখ ৯৫ হাজার আক্রান্ত এবং ১৫ হাজার ১০৩ জনের মৃত্যু নিয়ে রাশিয়া অবস্থান করছে চতুর্থ স্থানে।
এর বাইরে মেক্সিকোতে মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯২ হাজারের বেশি এবং মারা গেছেন ৫৩ হাজার ৯২৯ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৩ হাজার ৪৭১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন।
Comments