চ্যাম্পিয়ন্স লিগ জেতার সেরা সুযোগ দেখছেন নেইমার
গত দুই মৌসুম চোটের সঙ্গে যেন একটা সখ্যই হয়ে গিয়েছিল নেইমারের। তবে চোট কাটিয়ে যখনই ফিরেছেন তার পায়ে দেখা গেছে চেনা ধার। পিএসজি তারকা মনে করেন তিনি এই মূহুর্তে আছেন জীবনের সেরা ছন্দে। মাওরো ইকার্দি, কিলিয়ান এমবাপেদের নিয়ে তাদের দল পিএসজিও খেলছে দুর্দান্ত। সব মিলিয়ে ইউরোপ সেরা হওয়ার বড় সুযোগ দেখছেন নেইমার।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠার লড়াইয়ে আজ বুধবার দিবাগত রাতে আটলান্টার বিপক্ষে নামবে নেইমাররা। তার আগে ফরাসী ক্লাবটির ওয়েবসাইটে নেইমার এবার সব মিলিয়ে বড় সুযোগ অপেক্ষা করছে তাদের, ‘আমি মনে করি জীবনের সেরা ছন্দে আছি। আমাদের দল দুর্দান্ত খেলছে। আমাদের দেখলে যে কেউ এটা বলবে। আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। এবার লিগ জেতার বড় সুযোগ আছে আমাদের সামনে। আমরা লড়াইয়ের জন্য মরিয়া হয়ে আছি।’
দুনিয়ার সবচেয়ে দামি ফুটবলার হিসেবে বার্সেলোনা থেকে পিএসজিতে পা রাখেন ব্রাজিলিয়ান তারকা। ফরাসী ক্লাবে মানিয়ে তিনি শুরুতে তার কিছু সমস্যার কথা শোনা গিয়েছিল। নিজের পারফরম্যান্স আর চোট পরিস্থিতিও ছিল উঠানামার মধ্যে। ২৮ বছর বয়েসী ফরোয়ার্ড জানালেন সংকটময় দিন পেছনে ফেলে এসেছেন তিনি, ‘পিএসজিতে গত তিন বছরে আমি অনেক কিছু শিখেছি। ভাল সময় যেমন কেটেছে, অনেক কঠিন পরিস্থিতিও সামলাতে হয়েছে। চোটে পড়ে বাইরে থাকতে হয়েছে। সতীর্থদের সবার সহযোগিতায় সেই কঠিন সময় থেকে বেরুতে পেরেছি।’
Comments