'চ্যাম্পিয়ন্স লিগ খেলতে প্রস্তুত এমবাপে'
ফ্রেঞ্চ কাপের ফাইনালে গোড়ালির চোটে পড়ে মাঠ ছেড়েছিলেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তাতে বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল দলটি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে খেলার লক্ষ্যে তার থাকা খুবই জরুরী। তবে আশার খবর ইনজুরি অনেকটাই সেরে উঠেছে এমবাপের।
তবে সবকিছুই নির্ভর করছে শেষ দিনের অনুশীলনে। শেষ দিনে কোনো দুর্ঘটনা ছাড়া পূর্ণোদ্দমে অনুশীলন করতে পারলে এমবাপে একাদশে থাকবেন বলে জানিয়েছেন দলের প্রধান কোচ কোচ টমাস টুখেল।
আজ বুধবার (১২ আগস্ট) রাতেই লিসবনে ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে মাঠে নামছে পিএসজি। এর আগে সংবাদ সম্মেলনে আশার কথাই শুনিয়ে গেলেন পিএসজি কোচ, 'যদি আজ ওর ভালো একটি অনুশীলন সেশন যায় এবং কোনো অস্বাভাবিক কিছু না ঘটে, তাহলে সে আগামীকাল আমাদের দলে থাকবে।'
তবে লিসবনে পৌঁছানোর আগে দলের সঙ্গে টানা দুইদিন অনুশীলন করেছেন এমবাপে। তাতে বেশি খুশী টুখেল। আশা করছেন মাঠে নেমে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এ তরুণ, 'সে গ্রুপের সবার সঙ্গে থাকায় আমরা দারুণ খুশী এবং তাকে দিয়ে আমাদের ম্যাচ ফিনিশ করার একটা সুযোগ রয়েছে।'
এ ম্যাচে এমবাপের উপস্থিতি অন্য সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ দলের আরেক অপরিহার্য খেলোয়াড় আনহেল ডি মারিয়া থাকছেন না নিষেধাজ্ঞার কারণে। আর মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও থাকছেন না ইনজুরিতে পড়ে। তাই পিএসজি কোচ এমবাপের সঙ্গে নেইমারের জুটির দিকেই তাকিয়ে আছেন।
এমবাপেও নেইমারের সঙ্গে খেলতে পছন্দ করেন বলেই জানালেন টুখেল। এ জুটি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন তিনি, 'তারা দুইজন একসঙ্গে খেলতে পছন্দ করে। তার (নেইমার) উপর সবসময়ই অনেক চাপ থাকে, তবে সে এসব পছন্দও করে। বড় ম্যাচগুলিতে নেইমার নির্ধারক হয়ে ওঠে এবং আমি নিশ্চিত যে সে আমাদের জয়ের চাবিকাঠি হবে। এই ধরণের পরিস্থিতির জন্য তার প্রয়োজনীয় সব গুণ রয়েছে।'
Comments