মাদক চোরাকারবারিকে ছাড়াতে ঘুষ প্রস্তাব দিয়ে যুবলীগ কর্মী আটক
ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রির টাকাসহ আটক চার চোরাকারবারিকে ছাড়াতে ঘুষের প্রস্তাব দেওয়ায় কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য বোরহান মাহমুদ কামরুলকে আটক করেছে র্যাব। আজ বুধবার বিকালে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার র্যাব চার জন মাদক চোরাকারবারিকে আটক করে। তাদের কাছে মাদকদ্রব্য পাওয়াও যায়। তাদের একজনকে ছাড়াতে এসে ছিলেন কামরুল। ঘুষের প্রস্তাব দেওয়ায় তাকে আটক করা হয়েছে।’
সূত্র জানায়, র্যাব-১১ এর একটি দল সোমবার রাতে কুমিল্লা নগরীর দিগম্বরীতলা এলাকায় এল আর এপেক্স টাওয়ার নামে একটি নির্মাণাধীন ভবন থেকে চার জন মাদক চোরাকারবারিকে আটক করে। তাদের কাছে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ ক্যান বিয়ার, মাদকদ্রব্য বিক্রির নগদ ৩৭ হাজার টাকা পাওয়া যায়। র্যাবের দাবি আটক চার জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা কুমিল্লা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রি করে আসছিলেন।
সূত্র আরও জানায়, বোরহান মাহমুদ কামরুল মাদক চোরাকারবারিদের ছাড়াতে ঘুষের প্রস্তাব দেন এবং দুই লাখ টাকা দেওয়ার চেষ্টা করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ মোহাম্মদ শহীদ বলেন, ‘রাজনৈতিক অনেক কারণে তদবির করতে হয়। কামরুল সে রকম তদবির নিয়ে গিয়েছিল। মাদকের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।’
Comments