শাহজালালে ২ কোটি টাকার স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কোটি ২২ লক্ষ টাকা মূল্যের ৩ কেজি ৭০০ গ্রাম স্বর্ণসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কাস্টমসের (বি শিফট) সহকারী কমিশনার সোলাইমান হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকেন বি শিফটের কর্মকর্তারা। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে দুবাই থেকে আসা ফ্লাইট নং- বিজি-১৪৮ যাত্রী মো. আলমাস আলীকে তল্লাশি করা হয়।’

‘তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ২টি মিক্সার মেশিমের বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ৭০০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ২ কোটি ২২ লাখ টাকা,’ যোগ করেন তিনি।

জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওই যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

9h ago