'এমবাপে-নেইমার কখনোই পিএসজি ছাড়বে না'

বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যাওয়ার এক বছরের মধ্যেই আবার ফেরার জন্য উদগ্রীব হয়ে পড়েন নেইমার। কদিন আগেও বার্সায় ফেরার আকুলতার কথা জানান। আর নেইমারের মতো না হলেও রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ইচ্ছা কথা জানিয়েছেন কিলিয়ান এমবাপেও। তাই আগামীতে এ দুই তারকা যে প্যারিসের ক্লাবে থাকছেন না তা অনেকেই ধরে নিয়েছেন। কিন্তু ক্লাব মালিক নাসের আল-খেলাইফি বললেন ভিন্ন কথা। এ দুই তারকা না-কি কখনোই পিএসজি ছাড়বেন না!
ছবি: এএফপি

বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যাওয়ার এক বছরের মধ্যেই আবার ফেরার জন্য উদগ্রীব হয়ে পড়েন নেইমার। কদিন আগেও বার্সায় ফেরার আকুলতার কথা জানান। আর নেইমারের মতো না হলেও রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ইচ্ছা কথা জানিয়েছেন কিলিয়ান এমবাপেও। তাই আগামীতে এ দুই তারকা যে প্যারিসের ক্লাবে থাকছেন না তা অনেকেই ধরে নিয়েছেন। কিন্তু ক্লাব মালিক নাসের আল-খেলাইফি বললেন ভিন্ন কথা। এ দুই তারকা না-কি কখনোই পিএসজি ছাড়বেন না!

লিসবনে বুধবার রাতে অসাধারণ সময় কাটিয়েছে পিএসজি। ইতালিয়ান ক্লাব আতালান্তার সঙ্গে নির্ধারিত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত পিছিয়ে থেকেও ২-১ গোলের অবিশ্বাস্য এক জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। ৯০তম মিনিটে দুটি গোল আদায় করে নেয় তারা। প্রথম গোলটির যোগানদাতা নেইমার, আর পরেরটি এমবাপে। এ দুই তারকা জুটির দারুণ পারফরম্যান্সে ২৫ বছর ইউরোপিয়ান প্রতিযোগিতার সেমি-ফাইনালে নাম লেখায় দলটি। আর তাতে ভক্তদের প্রত্যাশাও বেড়েছে।

আর এমন জয়ের পরই আরএমসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে খেলাইফি বলেন, 'নেইমার এবং কিলিয়ান বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়। তবে এটা আমাদের দলের দারুণ একটি ম্যাচ। যদিও নেইমার এ ম্যাচে সত্যি দুর্দান্ত ছিল। সাম্প্রতিক কয়েক মাসে সে দলে অনেক পরিবর্তন হয়েছে। তারা দুইজনই এ ক্লাবে থাকতে চায়। তারা কখনোই পিএসজি ছেড়ে যাবে না।'

এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির ব্যর্থতা নিয়ে করা নানা সমালোচনারও কড়া জবাব দেন পিএসজি মালিক, 'প্রত্যেকেই বলে যে, পিএসজি নাকি চ্যাম্পিয়ন্স লিগের জন্য প্রস্তুত নয়। তবে আমরা আমাদের দৃঢ় মানসিকতা ও দারুণ কিছু খেলোয়াড় দিয়ে তা করে দেখিয়েছি। আমার লক্ষ্য অনেক বড়। আমরা শুধু আজকের কিংবা সেমি-ফাইনাল, ফাইনালের কথা ভাবছি না। মানসিকতা পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সংবাদ মাধ্যমও সন্দেহের মধ্যে ছিলেন। চ্যাম্পিয়ন্স লিগ, আমরা এগিয়ে যাওয়ার জন্য আরও জয় চাই।'

১৯৭০ সালের ১২ আগস্ট প্রতিষ্ঠিত হয় পিএসজি। ৫০ বছর পর ঠিক একই দিনে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতার সেমি-ফাইনালে নাম লেখায় ক্লাবটি। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এমন জয়ে আরও বেশি উচ্ছ্বসিত খেলাইফি, 'ক্লাবটির প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য এটা দারুণ একটি সন্ধ্যা। এটা সহজ ছিল না। মাঠে আমরা আমাদের সব দিয়েছি। আমি খুবই গর্বিত। ২০১১ সালে ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম আমরা সেমি-ফাইনালে উঠলাম। এখন আমাদের ফাইনাল নয় সেমি-ফাইনাল নিয়ে ভাবতে হবে।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago