১৮ আগস্ট থেকে ঢাকা-কুয়ালালামপুর রুটে চলবে বাংলাদেশ বিমান
করোনাভাইরাস মহামারির কারণে পাঁচ মাস স্থগিত থাকার পর, আগামী ১৮ আগস্ট থেকে ঢাকা-কুয়ালালামপুর রুটে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার বিমানের ফ্লাইট ঢাকা থেকে কুয়ালালামপুর যাবে এবং কুয়ালালামপুর থেকে বুধবার ও শনিবার ফিরতি ফ্লাইট থাকবে।
বাংলাদেশ বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে চলাচল সম্পর্কিত বিমানের প্রয়োজনীয় শর্তাদি ও তথ্য বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মালয়েশিয়ায় করোনাভাইরাসের বিস্তার রোধে সে দেশের সরকার বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ নিষিদ্ধ করলে, গত ১৮ মার্চ ঢাকা থেকে কুয়ালালামপুর ফ্লাইট স্থগিত করেছিল বাংলাদেশ বিমান।
Comments