সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে করা অস্ত্র মামলা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য স্থানান্তর করা হয়েছে।
আদালত সূত্র জানায়, ঢাকার মুখ্য মহানগর হাকিম এ এম জুলফিকার হায়াত মামলাটি আজ দায়রা জজ আদালতে পাঠিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম গত ৩০ জুলাই ১৩ জন সাক্ষী হিসেবে দেখিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন।
এর আগে, ২৬ জুলাই সাহেদকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে সাহেদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়া গেছে এবং তাকে বিচারের আওতায় আনা উচিত।
১৯ জুলাই, ডিবি পুলিশের একটি দল নগরীর উত্তরা ১১ নম্বর সেক্টরে ১৪ নম্বর বাড়ির সামনে সাহেদের ব্যক্তিগত গাড়ি পায় এবং গাড়ি থেকে এক রাউন্ড গুলিসহ একটি পিস্তল জব্দ করে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।
Comments