যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে মারামারিতে ৩ কিশোর নিহত
যশোরে পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) মারামারির ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ বিকেলে এ সংঘর্ষ হয়।
নিহতরা হলো—খুলনার পারভেজ হাসান রাব্বি (১৮), বগুড়ার শেরপুরের রাসেল ওরফে সুজন (১৮) ও বগুড়ার শিবগঞ্জের নাঈম হোসেন (১৭)।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা সন্ধ্যায় মরদেহ হাসপাতালে নিয়ে যান। কী কারণে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জেলা পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, শিশু উন্নয়ন কেন্দ্রে পাভেল গ্রুপ ও রবিউল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টায় শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ তিন জনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে ধর্ষণ মামলায় নাইম এবং পারভেজ হত্যা মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রে অন্তরীণ ছিল।
Comments