ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের ‘ঐতিহাসিক’ চুক্তি

ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করতে শান্তি চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। এতে মধ্যস্ততা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের সিনিয়র কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, চুক্তির আওতায় ইসরায়েল পশ্চিম তীরের দখলকৃত এলাকায় যে বসতি স্থাপনের পরিকল্পনা করছিল তা স্থগিত রাখবে।

কর্মকর্তারা বলেন, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনার ফল এই শান্তি চুক্তি।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু এবং আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদের মধ্যে টেলিফোন আলাপে এই চুক্তি সম্পন্ন হয়।

এ প্রসঙ্গে ট্রাম্প আজ টুইটারে লিখেছেন, 'আজ এক বিশাল সাফল্য এসেছে! আমাদের দুই বন্ধু রাষ্ট্র ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পন্ন হলো।'

এই তিন দেশের যৌথভাবে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করতে 'তিন দেশের নেতা' একমত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, 'এই ঐতিহাসিক কূটনৈতিক অগ্রগতি মধ্যপ্রাচ্যে শান্তি বয়ে আনবে। এই চুক্তি এমন একটি দলিল যা তিন নেতার সাহসী কূটনৈতিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শিতার পরিচয় দেয় এবং এ অঞ্চলের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে আরব আমিরাত ও ইসরায়েলকে নতুন পথের দিশা হবে।'

Comments