এখন সবাই আ. লীগ হয়ে গেছে, এরা হাইব্রিড আ. লীগ: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদের মাঝে সরকারের আর্থিক অনুদান প্রদান করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম। ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, এখন আওয়ামী লীগ ছাড়া মানুষ খুঁজে পাওয়া যায় না। সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। তবে, এরা প্রকৃত আওয়ামী লীগ নয় হাইব্রিড।

আজ শুক্রবার সকালে পিরোজপুর সার্কিট হাউজে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদের মাঝে সরকারের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘নানানভাবে দলের মধ্যে অনুপ্রবেশ করে ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগ হয়ে গেছেন। ১৯৭৫ সালের পূর্বেও এরকম হয়েছিল, যারা পরবর্তীতে বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। আবার স্বার্থ হাসিলের পর পুনরায় তারা তাদের পুরনো জায়গায় ফিরে গেছেন।’

শোকের মাস আগস্টে পিরোজপুর শহরে বঙ্গবন্ধুর পরিবারের নিহত সদস্যদের ছবিযুক্ত টানানো ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। আওয়ামী লীগের নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘করোনা দুর্যোগকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক এবং সরকারি কর্মকর্তাসহ সবার কথা ভাবছেন। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন। এ দুর্যোগের সঙ্গে সরকারকে সাইক্লোন বুলবুল, আম্পান, বৃষ্টি ও বন্যার মত প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে হচ্ছে।’

শোকের মাসে বঙ্গবন্ধুর কথা স্মরণ করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যেতেন। তবে, ঘাতকদের বুলেট তাকে তা করতে দেয়নি। এরপরও দেশ স্বাধীন হওয়ার পর স্বল্প সময়ে দেশের উন্নয়নের জন্য যে সব উদ্যোগ গ্রহণ করেছিলেন তা অকল্পনীয়।’

অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪৫ জন খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদের প্রত্যেককে ৭ হাজার টাকা করে প্রদান করা হয়।

 

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

7h ago