করোনাভাইরাসে আক্রান্ত বার্সেলোনা ডিফেন্ডার উমতিতি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার বিশ্বকাপজয়ী ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি।
শুক্রবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
আগের দিন করোনাভাইরাস পরীক্ষা করানো হয়েছিল উমতিতির। এক দিন পর পাওয়া রিপোর্টে পজিটিভ ফল এসেছে তার।
তবে আশার কথা হলো, উমতিতি সুস্থ আছেন। কোভিড-১৯ রোগের কোনো লক্ষণ নেই তার শরীরে। তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে বর্তমানে লিসবনে অবস্থানরত বার্সেলোনা দলের সঙ্গে পর্তুগাল সফরে যাননি উমতিতি।
বার্সা কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে যে, সাম্প্রতিক সময়ে তিনি দলের প্রথম সারির সদস্যদের সংস্পর্শে যাননি।
চলতি সপ্তাহে স্প্যানিশ ক্লাবটির দ্বিতীয় ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন উমতিতি।
গেল বুধবার কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছিলেন বার্সার ২০ বছর বয়সী ডিফেন্ডার জ্যাঁ ক্লেয়ার তোদিবো।
সেমিতে ওঠার লড়াইয়ে শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় লিসবনের স্তাদিও দা লুজে মুখোমুখি হচ্ছে বার্সা ও বায়ার্ন।
Comments