করোনা এমনিতেই বাংলাদেশ থেকে চলে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন আসুক বা না আসুক কোভিড-১৯ বাংলাদেশ থেকে এমনিতেই চলে যাবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন আসুক বা না আসুক কোভিড-১৯ বাংলাদেশ থেকে এমনিতেই চলে যাবে।

শনিবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে শোক দিবসের আলোচনায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

রোগীদের হাসপাতাল বিমুখতার সম্পর্কে তিনি বলেন, ‘মানুষ এখন বাসায় বসেই চিকিৎসা পায় তাই তাদের হাসপাতালে আসতে হয় না, এ জন্য হাসপাতালে রোগী কম।’

তিনি বলেন, আমরা আনন্দিত দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুহার কমেছে।

তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা সংক্রমণ বেড়ে চলছে। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে, রাজধানীর নয় শতাংশ মানুষ ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে শতকরা ৭৮ ভাগের কোনো উপসর্গ নেই।

আরও পড়ুন:

‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ভ্যাকসিন আনার বিষয়ে সিদ্ধান্ত হবে’

Comments

The Daily Star  | English

Deadline for tax return filing extended by two months

The National Board of Revenue (NBR) extended the deadline today for the submission of income tax returns for individual taxpayers by two months to the end of January next year, according to an order issued today.

1h ago