টেকনাফে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার
টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ১১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি গতকাল শনিবার রাতে টেকনাফ উপজেলার দমদমিয়া বিওপির জাদিমোড়া ওমর খাল এলাকায় অভিযান চালায়।
রাত পৌনে ৮টার দিকে ৩/৪ জন ‘ইয়াবা চোরাকারবারীকে’ প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মিয়ানমারের লালদ্বীপ থেকে ওমরখাল বরাবর বাংলাদেশের স্থল সীমানায় উঠতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চোরাকারবারীরা দূর থেকে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে তাদের সঙ্গে থাকা পাঁচটি বস্তা ফেলে খালের পাশে কেওড়া বনের ভিতর দিয়ে অন্ধকারে পালিয়ে যায়।
টহলদল বস্তাগুলো থেকে ১১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করে।
চোরাকারবারীদের ধরা চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে এতে আরও বলা হয়, ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণের পর তা ঊর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
Comments