সিনহার মৃত্যুর ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটির গণশুনানি চলছে
কক্সবাজারের টেকনাফ উপজেলার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির গণশুনানি চলছে।
আজ রোববার সকাল সাড়ে ১১টায় শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে এই গণশুনানি শুরু হয়।
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিক উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন যে ঘটনার সাক্ষ্য দেওয়ার জন্যে এখন পর্যন্ত ১২ জনকে তালিকাভুক্ত করা হয়েছে। তাদেরকে নির্ধারিত কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। তাদের সাক্ষ্যগ্রহণ চলছে।
এ ঘটনায় শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের আশে-পাশে শত-শত উৎসুক জনতা ভিড় করেছে।
আরও পড়ুন:
সিনহার মৃত্যুর ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটির গণশুনানি আগামীকাল
Comments